বাসস ক্রীড়া-১০ : ‘শীর্ষ ক্রিকেটার’ স্টোকস, দশক সেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

87

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-স্টোকস
‘শীর্ষ ক্রিকেটার’ স্টোকস, দশক সেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি
লন্ডন, ১৫ এপ্রিল ২০২১ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ‘শীর্ষ ক্রিকেটার’ হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আর দশক সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আজ প্রকাশিত উইজডেন অ্যালমানাকের ২০২১ সালের সংখ্যায় ‘শীর্ষ ক্রিকেটার’ হিসেবে স্টোকসকে বেছে নেয়া হয়। এর আগে পরপর তিন বছর এই স্বীকৃতি পেয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
২০২০ সালে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ১১ ম্যাচে ৪৪ দশমিক ৪২ গড়ে ৮৪৪ রান করেন স্টোকস। পাশাপাশি বল হাতে ২১ দশমিক ২০ গড়ে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। টি-টুয়েন্টি ফরম্যাটে ১১ ম্যাচে ২১০ রান ও বল হাতে ৯ উইকেট নেন এই অলরাউন্ডার। তাই ২০২০ সালের সংখ্যায়ও স্টোকসকে শীর্ষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেয় উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জয়ে বড় অবদান ছিলো স্টোকসের। টানা দ্বিতীয়বার ‘শীর্ষ ক্রিকেটার’ হিসেবে স্টোকসকে বেছে নিয়ে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে উইজডেনের বিশ্বের শীর্ষ ক্রিকেটার হিসেবে টানা দুইবার স্বীকৃতি পেল স্টোকস। ২০২০ সালেও এমন স্বীকৃতি পেয়েছিলো সে। গতবছর নিজের পিতার মৃত্যুে শাক কাটিয়ে মাঠে ফিরে দারুণ পারফরম্যান্স করেছেন স্টোকস।’
এদিকে, উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ড্যারেন স্টিভেনস, ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও ডম সিবলি, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার জেসন হোল্ডার এবং পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
উইজডেনের ২০২০ সালের শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া বেথ মুনি। গত বছরের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি।
বছরের শীর্ষ টি-টুয়েন্টি ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।
ওয়ানডে ক্রিকেটের পঞ্চাশতম বছর উপলক্ষ্যে প্রতি দশকের সেরা ক্রিকেটার বেছে নিয়েছে অ্যালমানাক। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৭০), ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (১৯৮০), বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার (১৯৯০), টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (২০০০) এবং বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের অধিনায়ক কোহলি (২০১০) সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাসস/এএমটি/১৮৪৫/স্বব