বাসস ক্রীড়া-৮ : দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করলেন বেলিংহাম

86

বাসস ক্রীড়া-৮
ফুটবল-চ্যাম্পিয়ন্স-গোলদাতা-কনিষ্ঠ
দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করলেন বেলিংহাম
ডর্টমুন্ড, ১৫ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করলেন ইংল্যন্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। গতকাল বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছেন তিনি।
মাত্র ১৭ বছর ২৮৯ দিন বয়সে বেলিংহ্যাম চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নক আউট পর্বে গোল করার কৃতিত্ব অর্জণ করলেন। তার থেকে ৭২ দিন কম বয়সে ২০০৮ সালে বার্সেলোনার হয়ে কোয়ার্টার ফাইনালে গোল করে এই তালিকার শীর্ষে রয়েছে বোয়ান ক্রিকিচ।
এমরে কানের লম্বা পাস থেকে গোল এরিয়ার মধ্যে বল পেয়ে যান আর্লিং ব্রট হালান্ড। এই নরওয়েজিয়ান বল বাড়িয়ে দেন দাহুদকে। কিন্তু তার শট রুখে দেন এডারসন। ফিরতি বলে বেলিংহামের বাঁকানো শট আর ফেরাতে পারেননি এডারসন।
মাত্র চারদিন আগে স্টুটগার্টের বিপক্ষে বুন্দেসলিগা ক্যারিয়ারে প্রথম গোল করেছিলেন বেলিংহাম। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহ্যাম সিটি থেকে গত মৌসুমের শেষভাগে ২৬ মিলিয়ন ইউরোতে উদীয়মান এই তারকাকে দলভুক্ত করেছিল জার্মান জায়ন্টরা।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪৩/স্বব