বাসস ক্রীড়া-৬ : নাটকীয় জয় কোহলির ব্যাঙ্গালুরুর

90

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আইপিএল
নাটকীয় জয় কোহলির ব্যাঙ্গালুরুর
চেন্নাই, ১৫ এপ্রিল ২০২১ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
গতরাতে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ব্যাঙ্গালুরু ৬ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। দুই ম্যাচে দু’টিতেই জিতলো ব্যাঙ্গালুরু। আর দুই ম্যাচেই হারলো হায়দারাবাদ।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংএ পাঠায় হায়দারাবাদ। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৪১ বলে ৫৯ রান করেন ম্যাক্সওয়েল। ৫টি চার ও ৩টি ছক্কা ছিলো ম্যাক্সওয়েলের ব্যাটে।
ব্যাঙ্গালুরুর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিলো অধিনায়ক বিরাট কোহলির। ২৯ বলে ৩৩ রান করেন তিনি। হায়দারাবাদের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় জেসন হোল্ডার ৩টি ও আফগানিস্তানের রশিদ খান ২টি উইকেট নেন।
১৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দখলে রেখেছিলো হায়দারাবাদ। এ সময় ৩ উইকেটে ১১৫ রান ছিলো হায়দারাবাদের। শেষ ৪ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রান দরকার ছিলো তাদের। তবে ১৭তম ওভারে হায়দারাবাদের তিন উইকেট তুলে নিয়ে ব্যাঙ্গালুরুকে খেলায় ফেরান বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদ।
১ ওভারে ৩ উইকেট হারানোর চাপে শেষ পর্যন্ত ম্যাচই হেরে বসে হায়দারাবাদ। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তার ৩৭ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিলো।
শাহবাজ ৩টি, মোহাম্মদ সিরাজ-হার্সাল প্যাটেল ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ব্যাঙ্গালুরুর ম্যাক্সওয়েল।
বাসস/এএমটি/১৮৪১/স্বব