জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান ২১ অক্টোবর

294

ঢাকা, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : দেশে তৃতীয়বারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২১ অক্টোবর প্রদান করা হবে।
দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও তরুণদের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদানের এই সিদ্ধান্তÍ নিয়েছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে এবার তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া শীর্ষ স্থানীয় ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে বাছাই করা হবে।
আজ সোমবার ইয়াং বাংলার সেক্রেটারিয়েট ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, তৃতীয়বারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।
এ বছর এই আয়োজনে অংশ নিতে অনলাইনে আবেদন ফরম ছাড়া হয়েছে ২১ আগস্ট। বরাবরের মত এবারো ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণেরা অনলাইনে অবেদন করতে পারবেন। http://youngbangla.org/ member/joy-bangla-youth-award- 2018.php লিংকে রেজিস্ট্রেশনের জন্য আরো বিস্তারিত জানতে পারবেন ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে http://www.youngbangla.o rg/। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০১৮।
১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করা হবে। ৩০ সেপ্টেম্বরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে। পরবর্তীতে এই বাছাইকৃত সংগঠনগুলোর কাজ ও সমাজে তার প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বাছাই করা হবে।
২০ অক্টোবর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজনের প্রথম দিন বাছাইকৃত এই সংগঠনগুলোর তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ সেশন আয়োজন করা হবে যেখানে তাদের সংগঠন নিয়ে কাজ করে যাওয়ার পথে বাঁধা এবং তা থেকে উৎরানোর মাধ্যমে আরো এগিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (২১অক্টোবর’১৮) বরাবরের মতই বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরষ্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা। ১৫ হাজারের বেশি সেচ্ছাসেবী এবং দুইশ’টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। প্রথমবার ৩০টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২০১৭ সালে সারা দেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য দের হাজার আবেদন জমা পড়ে। এদের মধ্য থেকে একশ’টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বে মনোনীত হয় ৫০টি সংগঠন। সেখান থেকে ৩০টি সংগঠনকে চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া-ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পায় সংগঠনগুলো। পরবর্তীতে চূড়ান্ত বিজয়ী হিসেবে ১০টি সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।