বালিয়াডাঙ্গীতে ৪০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

196

ঠাকুরগাঁও, ১৫ এপ্রিল, ২০২১, (বাসস) : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসা মাঠে ৪০০ গরীব অসহায় পরিবারের মধ্যে প্রায় ৭৫ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, খেজুর, চিড়া, মুড়ি, চিনি, দুধ, সয়াবিন তেল, আটা, সুজি, ছোলা বুট, পেয়াজ, আদা, রসুন মসলাসহ প্রায় ২৮ টি আইটেম।
সামাজিক দুরত্ব বজায় রেখে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট এবং এলআইএ রিলিফ ট্রাস্টের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী পাওয়া আব্দুল হাই জানান, লকডাউনে খুব অসহায় জীবন যাপন করছি। এগুলো দিয়ে আমার পরিবারের রোজাসহ দুই মাস চলে যাবে। খাবার পেয়ে খুব আমি আনন্দিত। যারা দিলেন আমি তাদের জন্য সারা রমজান মাস দোয়া করবো।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েলবিং বাংলাদেশের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম ,অর্থ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল ইসলাম, কার্যনির্বাহী সম্পাদক মেজবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।