অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে সংস্কৃতি প্র্রতিমন্ত্রীর শোক

157

ঢাকা, ১৪ এপ্র্রিল, ২০২১ (বাসস) : বাংলা একাডেমির সভাপ্রতি স্বাধীনতা ও একুশে পদক-প্র্রাপ্ত বিশিষ্ট ফোকলোরবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্র্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ।
প্রতিমন্ত্রী আজ এক শোক-বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত প্ররিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন,অধ্যাপক শামসুজ্জামান খান ছিলেন একাধারে লোক সংস্কৃতি ও প্রল্লী-সাহিত্য গবেষক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম হল- বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খন্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খন্ডের বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।
কে এম খালিদ আরো বলেন, বিশিষ্ট লোক-গবেষক শামসুজ্জামান খান তার সৃজনশীল কর্ম ও গবেষণার মধ্য দিয়ে চির-স্মরণীয় হয়ে থাকবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন পৃথক শোক-বার্তায় শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং প্র্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেছেন।
অধ্যাপক শামসুজ্জামান খান আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।