বাজিস-১০ : খুলনায় নিরাপদ সড়ক বাস্তবায়নে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

127

বাজিস-১০

খুলনা- নিরাপদ- সড়ক

খুলনায় নিরাপদ সড়ক বাস্তবায়নে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

খুলনা, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা বিষয়ক অবহিতকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র বলেন, নগরীর যান চলাচলে শৃঙ্খলা আনতে শহরে যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে ও শহরে চলাচলকারী ইজিবাইকগুলোকে সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে। পরিবহনের মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে পরিবহন সেক্টরের অব্যবস্থাপনা দূর করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক, বিআরটিএ’র উপপরিচালক মোঃ জিয়াউর রহমান এবং এডিসি ট্রাফিক মোঃ কামরুল ইসলাম। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মাঈনউদ্দিন হাসান, মুক্তিযোদ্ধা আলমগীর কবির ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব। অনুষ্ঠান শেষে সিভিল সার্জন দপ্তরের উদ্যোগে চালকদের দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বাসস/সংবাদাতা/১৭৩২/মরপা