আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করবেন বাইডেন

376

ওয়াশিংটন, ১৪ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ঘটনায় এ বছরের ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেবেন। পরিকল্পনা হাতে নেয়ার প্রায় পাঁচ মাস পর আমেরিকার দীর্ঘতম এ যুদ্ধের অবসান ঘটাতে এসব সৈন্য তিনি সরিয়ে নিতে যাচ্ছেন। এক মার্কিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বাইডেন ‘এই মর্মে সিদ্ধান্তে পৌঁছেছেন যে যুক্তরাষ্ট্র বিদেশে মোতায়েন করা তাদের সৈন্য কমানোর প্রক্রিয়া সম্পন্ন করবে এবং ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহার করে নেবে।’