বাসস বিদেশ-১০ : ইরান ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা ও পুনর্গঠন বিষয়ক চুক্তি স্বাক্ষর

139

বাসস বিদেশ-১০
সিরিয়া-সংঘাত-ইরান-কূটনীতি
ইরান ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা ও পুনর্গঠন বিষয়ক চুক্তি স্বাক্ষর
তেহরান, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ইরান ও সিরিয়ার দুই প্রতিরক্ষামন্ত্রী সামরিক সহযোগিতা ও পুনর্গঠন বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার ইরানের সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, ‘সিরিয়া ক্রান্তিকাল অতিক্রম করে পুনর্গঠন পর্যায়ে প্রবেশ করছে।’
ওই সংস্থার খবরে আরো বলা হয়, দামেস্কে দুইদিনের এক সফরের দ্বিতীয় দিনে হাতামি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
হাতামি আরো বলেন, এ ‘প্রতিরক্ষা ও প্রযুক্তিগত চুক্তি সিরিয়ায় ইরানের উপস্থিতি ও অংশগ্রহণকে অব্যাহত রাখবে।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর ধরে চলতে থাকা এ যুদ্ধে তেহরান আসাদ সরকারকে দৃঢ় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে।
বাসস/এমএজেড/১৬৫৫/জুনা