বাসস দেশ-৪৮ : কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিস চালু

112

বাসস দেশ-৪৮
স্বেচ্ছাসেবক লীগ- কুমিল্লা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিস চালু
কুমিল্লা (দক্ষিণ), ১৩ এপ্রিল ২০২১ (বাসস): কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচীর অংশ হিসাবে আজ কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা রোগীদের জন্য টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়।
এ সময় কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফউদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য সার্বক্ষনিক তিনটি এ্যাম্বুলেন্স চালু থাকবে। এছাড়াও ছয়জন ডাক্তার নিয়মিত টেলিফোনে সেবা দিবেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১৫/এমকে