বাসস দেশ-৪৭ : টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের জেল ও জরিমানা

84

বাসস দেশ-৪৭
টাঙ্গাইল-জেল ও জরিমানা
টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের জেল ও জরিমানা
টাঙ্গাইল, ১৩ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার কালিহাতী উপজেলায় আজ ধলেশ^রী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও, ৩টি ট্রাক এবং ১টি ভেকু জব্দ করা হয়।
আজ মঙ্গলবার ভোরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম।
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) এরশাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কালিহাতী উপজেলায় ধলেশ^রী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আটককৃত কবির হোসেনকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
তিনি জানান, আটককৃতরা হলো- কালিহাতী উপজেলার কবির হোসেন (৪৮), শুভ (২০), উজ্জল মিয়া (২৭), সাগর মিয়া (২১), কামরুল (২৪), নুর হোসেন (৩৮), রাসেল (২৬), শরিফ হোসেন (২৫), আবু সাঈদ (২৬), খাদেমুল ইসলাম (২৮), আফসার আলী (২৮) ও আব্দুল হান্নান (২২)।
তিনি আরও জানান, অভিযানকালে ৩টি ট্রাক এবং ১টি ভেকু জব্দ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১৫/এমকে