বাসস দেশ-৪৬ : ঝালকাঠিতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

104

বাসস দেশ-৪৬
ঝালকাঠি-দুধ, ডিম, মাংস
ঝালকাঠিতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
ঝালকাঠি, ১৩ এপ্রিল ২০২১ (বাসস) : দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে লক্ষ্যে জেলায় আজ থেকে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি শুরু হয়েছে।
‘লাইভষ্টক এন্ড ডেইরী ডেভলপমেন্ট’ প্রকল্পের সহযোগিতায় স্থানীয় ডেইরী ও পোল্ট্রিফার্ম মালিক সমিতি এ কর্যক্রম পরিচালনা করছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা সদরের সাধনার মোড় এলাকায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান।
এ সময় ডেইরী ফার্ম মালিক সমিতির সভাপতি শংকর মুখার্জী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুষ্টি চাহিদা পূরনের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন ৭০ টাকা লিটার দরে দুধ, প্রতিহালি ২৬ টাকা দরে ডিম এবং প্রতি পিস মুরগী পাইকারি বাজার দর অনুযায়ী পৌঁছে দেওয়া হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১৫/এমকে