বাসস ক্রীড়া-৯ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের সভাপতি পুন:নির্বাচিত হলেন পেরেজ

88

বাসস ক্রীড়া-৯
ফুটবল-স্পেন-রিয়ালমাদ্রিদ-পেরেজ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের সভাপতি পুন:নির্বাচিত হলেন পেরেজ
মাদ্রিদ, ১৩ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি পুন:নির্বাচিত হলেন ফ্লোরেন্টিনো পেরেজ। আজ স্প্যানিশ চ্যাম্পিয়নরা এই ঘোষণা দিয়েছে। এই নিয়ে ষষ্ঠ বারের মত ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ।
চলতি মাসের শুরুতে সভাপতির পদের জন্য একমাত্র মনোনয়ন পত্রটি জমা দিয়েছিলেন ৭৪ বছর বয়সি পেরেজ।
আজ ক্লাবের বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ একমাত্র প্রার্থী হিসেবে ডি. ফ্লোরেন্টিনো পেরেজ রড্রিগুয়েজকে সভাপতি নির্বাচন করেছে নির্বাচন কমিশন।’ এর আগে ২০১৩ ও ২০১৭ সালে আরো দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন স্পেনের শীর্ষস্থানীয় নির্মান কোম্পানি এসিএসের সত্বাধিকারী পেরেজ। ১৮ বছর ধরে রিয়াল মাদ্রিদের শীষর্ কর্তার দায়িত্ব পালন করছেন পেরেজ।
রিয়াল মাদ্রিদকে তারকা সমৃদ্ধ ‘গ্যালাক্টিকোস’ যুগে নিয়ে আসার মুল কারিগরও ছিলেন এই সংগঠক। প্রথমবারের মত সভাপতির দায়িত্ব পেয়ে এটি করেছিলেন তিনি। নতুন মেয়াদের এই দায়িত্ব শেষ হবে ২০২৫ সালে।
গত ১ এপ্রিল এক বোর্ড সভায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নতুন নির্বাচনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান পেরেজ।
২০০৯ সাল থেকে সান্তিয়াগো বার্নব্যুর দায়িত্ব পালন করে আসছেন ৭৪ বছর বয়সি পেরেজ। এর আগে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্তও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ওই সময় ক্লাবের বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ বোর্ড সভায় ক্লাবের নতুন সভাপতি সহ বোর্ড পরিচালক নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছেন বর্তমান সভাপতি।’
২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি নির্বাচিত হন পেরেজ। তবে ২০১২ সালে সংস্কারের মাধ্যমে সভাপতি পদের নির্বাচনকে কঠিন করে তোলায় দারুনভাবে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
ওই নিয়ম অনুযায়ী রিয়াল মাদ্রিদের সভাপতি পদে নির্বাচন করার জন্য একজন প্রার্থীকে কমপক্ষে ২০ বছর ধরে ক্লাবের সদস্য হিসেবে থাকতে হবে এবং ব্যক্তিগত সম্পদ দিয়ে দল গড়ার বাজেট প্রনয়নের মত আর্থিক সামর্থ্য থাকতে হবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫৫/স্বব