বাসস দেশ-৪১ : সাংবাদিক নেতা শাহজাহান সরদারের সহধর্মিণীর দাফন সম্পন্ন

108

বাসস দেশ-৪১
শোক-সংবাদ
সাংবাদিক নেতা শাহজাহান সরদারের সহধর্মিণীর দাফন সম্পন্ন
ঢাকা, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : দৈনিক বাংলাদেশ জার্নালের সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নেতা শাহজাহান সরদারের সহধর্মিণী হাসিনা সরদারের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে নরসিংদীর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত ১২ এপ্রিল সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসিনা সরদার বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, ৩ ছেলে, আতœীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ৭টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম নামাজের জানাজা শেষে মরহুমার লাশ গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
শাহজাহান সরদারের সহধর্মিণী হাসিনা সরদারের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ’র নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএআর/১৮৪০/এএএ