বাসস দেশ-৩০ : টাঙ্গাইলের কালিহাতীতে বালু উত্তোলনকারী ১২ জনের জেল-জরিমানা

94

বাসস দেশ-৩০
জেল-জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু উত্তোলনকারী ১২ জনের জেল-জরিমানা
টাঙ্গাইল, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : মঙ্গলবার ভোররাতে জেলার কালিহাতী উপজেলার ধলেশ^রী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম।
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কালিহাতীর এসিল্যান্ড ও র‌্যাবের একটি অভিযানিক দল ধলেশ^রী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১২ জনকে ৩ দিন করে বিনাশ্রম এবং কবির হোসেনকে ১ লাখ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করেন। এ সময় ৩টি ট্রাক এবং ১টি ভেকু জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কালিহাতী উপজেলার কবির হোসেন (৪৮), শুভ (২০), উজ্জল মিয়া (২৭), সাগর মিয়া (২১), কামরুল (২৪), নুর হোসেন (৩৮), রাসেল (২৬), শরিফ হোসেন (২৫), আবু সাঈদ (২৬), খাদেমুল ইসলাম (২৮), আফসার আলী (২৮) ও আব্দুল হান্নান (২২)। সকল আসামীদের ৩ দিনের বিনাশ্রম এবং কবির হোসেনকে জরিমানা আদায়সহ ৩টি ট্রাক এবং ১টি ভেকু জব্দ পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭২৩/কেজিএ