বাসস দেশ-১৭ : নড়াইলে কৃষি উপকরণ বিতরণ

95

বাসস দেশ-১৭
কৃষি উপকরণ
নড়াইলে কৃষি উপকরণ বিতরণ
নড়াইল, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের, আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা সহকরিী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, জেলায় ২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদণা কর্মসুচির আওতায় মোট নির্বাচিত ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে এ উপকরণ বিতরণ করা হবে।
এর মধ্যে সদর উপজেলার ২ হাজার ১০০ জন কৃষকের মাঝে প্রতিজনকে বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে বলে জানাগেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪২৫/নূসী