বাসস দেশ-১২ : ভোলায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ২২’শ প্রান্তিক কৃষক

90

বাসস দেশ-১২
ভোলা-আউশ-প্রণোদনা
ভোলায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ২২’শ প্রান্তিক কৃষক
ভোলা, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ ২২’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের প্রণোদনা বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।
উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন জানান, খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূিচর আওতায় চাষিদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। মূলত আউশ আবাদে কৃষকদের উৎসাহিত করার জন্যই সরকার এসব দিচ্ছে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুক’লে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিনসহ উপজেলা কৃষি অফিসের উপ-সহাকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/এইচ এ এম/১৩২৫/-নূসী