বাসস দেশ-৬ : জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে বিসিসি

82

বাসস দেশ-৬
বরিশাল-জীবানুনাশক স্প্রে
জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে বিসিসি
বরিশাল, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনা ভাইরাসের সংক্রামক রোধে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বেলা ১১টায় জীবানুনাশক ওষুধ স্প্রে করে এ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। এছাড়া ও নগরীর প্রধান প্রধান সড়কে লকডাউনের মধ্যেও জীবানুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে।
বিসিসি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত দিনের মতো এবার লকডাউনেও করোনা ভাইরাসের সংক্রামক প্রতিরোধে বিসিসি এ কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি “জনবহুল এলাকা এড়িয়ে চলুন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন। এ স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচার প্রচারণা কার্যক্রম চলছে।
এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের সকল প্রকার দিকনির্দেশনা মোতাবেক বিসিসি কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১২০০/-নূসী