ভোলায় ভ্রাম্যমাণ আদালতে ৭৫ জনের জরিমানা

148

ভোলা, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিদিনই মোবইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিত করা ও চলমান লকডউন বাস্তবায়নে ৭৫ জনকে ৫৭ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব অর্থদন্ড প্রদান করা হয়। এসময় মোট ৬৪ টি মামলা দায়ের করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বাসস’কে জানান, সদর উপজেলায় ৩৬ জনকে ২০ হাজার ৭’শ টাকা, দৌলতখানে ৭ জনকে ৫ হাজার, লালমোহনে ৫ জনকে ৬ হাজার ২’শ ও চরফ্যাসনে ২৭ জনকে ২৫ হাজার ৬’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং লকডাউন এর নির্দেশনা মেনে বিকেল ৫টার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।