বাসস দেশ-৩ : পিরোজপুরে ২ কোটি ২৯ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করা হবে

117

বাসস দেশ-৩
মানবিক সহায়তা
পিরোজপুরে ২ কোটি ২৯ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করা হবে
পিরোজপুর, ১৩ এপ্রিল,২০২১ (বাসস) : জেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫০ হাজার ৮৫০ জন দুস্থ ব্যক্তিকে ২ কোটি ২৮ লক্ষ ৮২ হাজার ৫শত টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হবে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে ইতোমধ্যেই ভিজিএফ ২০২০-২১ কর্মসূচির আওতায় এ অর্থ সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলায় ৫ হাজার ৮ টি ভিজিএফ কার্ডের কার্ড প্রতি ৪শত ৫০ টাকা হারে ২২ লক্ষ ৫৩ হাজার ৬শত টাকা এবং পিরোজপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে ২০ লক্ষ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অনুরূপভাবে মঠবাড়িয়া উপজেলার ৮ হাজার ৪শত ৯৪টি কার্ডের বিপরীতে ৩৮ লক্ষ ২২ হাজার ৩শত টাকা এবং মঠবাড়িয়া পৌরসভার জন্য ৪ হাজার ৬শত ২১টি কার্ডের বিপরীতে ২০ লক্ষ ৭৯ হাজার ৪শত ৫০ টাকা, ভান্ডারিয়া উপজেলার ৮ হাজার ১২৮টি কার্ডের বিপরীতে ৩৬ লক্ষ ৫৭ হাজার ৬শত টাকা এবং একই পৌরসভার জন্য ১ হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ৬ লক্ষ ৯৩ হাজার টাকা, নেছারাবাদ উপজেলার ৪ হাজার ৩০৮টি কার্ডের বিপরীতে ১৯ লক্ষ ৩৮ হাজার ৬শত টাকা এবং একই উপজেলার স্বরূপকাঠী পৌরসভায় ৪ হাজার ৬শত ২১টি কার্ডের বিপরীতে ২০ লক্ষ ৭৯ হাজার ৪৫০ টাকা, কাউখালী উপজেলার ২ হাজার ১৭৬ টি কার্ডের বিপরীতে ৯ লক্ষ ৭৯ হাজার ২শত টাকা, ইন্দুরকানী উপজেলার ৩ হাজার ৫৯১টি কার্ডের বিপরীতে ১৬ লক্ষ ১৫ হাজার ৯৫০ টাকা এবং নাজিরপুর উপজেলার ৩ হাজার ৭৪২টি কার্ডের বিপরীতে ১৬ লক্ষ ৮৩ হাজার ৯শত টাকার বরাদ্দ ইতোমধ্যেই পিরোজপুরে পৌঁছেছে । পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এ মানবিক সহায়তার অর্থ সংশ্লিষ্ট ৭ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ৪ পৌরসভার মেয়রদের অনুকূলে ছাড়পত্র প্রদান করেছেন। এবারের এ ভিজিএফ মানবিক সহায়তা প্রদানের নীতিমালায় সুষ্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ভূমিহীন, দিনমজুর, মহিলা শ্রমিক ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মহিলারা উপার্জনে অক্ষম পুরুষ ও নারী, যেসকল স্কুলগামী শিশুদের উপার্জন করতে হয় তারা এবং স্বামী পরিত্যক্তা অথবা তালাক প্রাপ্ত এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধাসহ অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, ক্ষুদ্র ঋণ থেকে বঞ্চিত পরিবার, প্রাকৃতিক দুূর্যোগের শিকার হয়ে চরম খাদ্য অথবা অর্থ সংকটে পতিত পরিবার এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার পায় না তারা অগ্রাধিকার ভিত্তিকে এ সহায়তা পাবেন। পিরোজপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, ইউনিয়ন অথবা পৌরসভা ভিজিএফ কমিটি প্রকাশ্য সভায় বর্ণিত তালিকা প্রণয়ন করবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কমপক্ষে ৭০% মহিলাকে অন্তর্ভুক্তি করতে হবে। এ তালিকা প্রণয়নে কোনরূপ অনিয়ম বর‌দাশত করা হবে না। চলতি মাসের মধ্যেই এ বিতরণ কাজ শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৩৫/নূসী