বাসস দেশ-২ : কুমিল্লার মুজিবপল্লীতে নির্মাণাধীন ঘরের কাজ এগিয়ে চলছে

80

বাসস দেশ-২
ঘর নির্মাণ
কুমিল্লার মুজিবপল্লীতে নির্মাণাধীন ঘরের কাজ এগিয়ে চলছে
কুমিল্লা (দক্ষিণ), ১৩ এপ্রিল, ২০২১, (বাসস) : জেলার মুজিবপল্লীতে গৃহহীনদের জন্য সরকারি বরাদ্দের নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি মাসের শেষের দিকে গৃহহীনদের মাঝে এইসব ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কুমিল্লার মনোহরগঞ্জের মুজিবপল্লীতে নির্মাণাধীন এসব ঘরগুলোর কাজের অগ্রগতির খোঁজখবর নিতে পরিদর্শনে যান জেলা প্রশাসক।
মুজিবপল্লীতে নির্মাণাধীন ঘর পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, মুজিবপল্লীতে নির্মাণাধীন এসব ঘর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি চলতি মাসের শেষের দিকে গৃহহীনদের মাঝে এইসব ঘরের চাবি বুঝিয়ে দিতে পারবো। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১০২৫/নূসী