মধ্য এপ্রিল নাগাদ ৫০ ঊর্ধ্ব সকলকে কোভিড টিকা দেয়ার লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য

271

লন্ডন, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাজ্য সরকার সোমবার রাতে জানিয়েছে, তারা আগামী ১৫ এপ্রিল নাগাদ ক্লিনিক্যালি ঝুঁকির মুখে থাকা ব্যক্তি এবং স্বাস্থ্য ও সমাজ সেবা কর্মীসহ ৫০ বছর ঊর্ধ্ব সকলকে টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, ‘নবম ধাপের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা গ্রুপের সকলকে টিকা দেয়ার মাধ্যমে আমরা ভ্যাকসিন কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করতে যাচ্ছি।’