বাসস দেশ-৫৩ : গোপালগঞ্জে একলাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু

198

বাসস দেশ-৫৩
গোপালগঞ্জ-মাস্ক বিতরণ
গোপালগঞ্জে একলাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু
গোপালগঞ্জ, ১২ এপ্রিল ২০২১ (বাসস) : করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলায় আজ একলাখ মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরন করে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ কর্মসূচির আওতায় জেলার ৬৭টি ইউনিয়ন ও চারটি পৌরসভা এলাকায় একযোগে মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, কাশিয়ানিতে উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়-এর নেতৃত্বে উপজেলা সদর বাজার ও বাসস্টান্ড এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার এমএম ওয়াহিদুজ্জামান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৫০/-এমকে