বাসস বিদেশ-৭ : আফগানিস্তানে জোট বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

270

বাসস বিদেশ-৭
আইএস-আফগানিস্তান
আফগানিস্তানে জোট বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ আইএস নেতা নিহত
জালালাবাদ, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারে ইসলামিক স্টেট (আইএস) এর শীর্ষ নেতা নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
এলাকাটি আইএস এর ঘাঁটি হিসেবে পরিচিত। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
অঞ্চলটির আফগান সেনাবাহিনীর কোর্পস ২০১ সেলাব ঘাঁটি থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রোববার নানগড়হার প্রদেশের কোগিয়ানি জেলার ওয়াজিরি তাঙ্গাই এলাকায় অবস্থিত আইএস এর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় আবু সাদ এরহাবি ও আরো ১৪ জঙ্গি নিহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী জালালাবাদের পার্বত্য জেলায় ওই হামলায় সাত জঙ্গি আহত হয়েছে।
এই হামলায় বিপুল সংখ্যক গোলাবারুদ ও অস্ত্রসহ আইএস এর দুটি কমান্ড পোস্ট ধ্বংস হয়ে গেছে।
বাসস/ কেএআর/১৫৪০/জুনা