বাসস দেশ-৪৮ : করোনা টিকার প্রথম ৫৬,৪৯, ৫৬৩ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫,২২,৫৯৬ জন

108

বাসস দেশ-৪৮
টিকা-আপডেট
করোনা টিকার প্রথম ৫৬,৪৯, ৫৬৩ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫,২২,৫৯৬ জন
ঢাকা, ১২ এপ্রিল, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৫ লাখ ২ হাজার ৭৫৩ জন পুরুষ এবং ২১ লাখ ৪৬ হাজার ৮১০ জন নারী রয়েছেন।
এদের মধ্যে এ পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজার ৯০৪ জন পুরুষ ও ১ লাখ ৫৭ হাজার ৬৯২ জন নারীসহ ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২২ হাজার ৪৫৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৬২৮ এবং নারী ৮ হাজার ৮২৮ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৫৩৪ এবং নারী ৪৫ হাজার ৩৪৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ৪৮ হাজার ১৪২ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৮৮ হাজার ৬৩২ জন। ঢাকা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৪১ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৭৬ হাজার ৩৫১ জন।
ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭৫ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৫ হাজার ৮৬৬ জন। চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ৪৩ হাজার ৪১৭ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ২১ হাজার ২৮০ জন। রাজশাহী বিভাগে ৬ লাখ ৪৭ হাজার ৮১ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫২ হাজার ৯৮৮ জন। রংপুর বিভাগে ৫ লাখ ৮০ হাজার ৩৯৬ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৩ হাজার ২০৯ জন। খুলনা বিভাগে ৭ লাখ ১২ হাজার ৬০১ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৭ হাজার ৬৯৩ জন। বরিশাল বিভাগে ২ লাখ ৪৩ হাজার ৪০৯ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২০ হাজার ৩৫৭ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৯৩ হাজার ৫৪২ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪১ হাজার ৫৬২ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২০৫৫/-কেকে