বাসস দেশ-৪৬ : করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জি.এম কাদেরের

102

বাসস দেশ-৪৬
জাপা-কাদের- বিবৃতি
করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জি.এম কাদেরের
ঢাকা, ১২ এপ্রিল, ২০২১(বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত অক্সিজেন সহায়তার প্রস্তুতি রাখতে হবে। কিন্তু সাধারণ মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নিতে হবে। চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ যেন হতাশ হয়ে না পড়ে। দ্রুততার সাথে সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে যেমন দরকার আছে। ঠিক এই মুহুর্তে বেশি জরুরী হয়ে পড়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।
বাসস/সবি/এমএআর/২০৪০/কেএমকে