বাসস দেশ-৫০ : প্রশিক্ষণার্থীদের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময়

120

বাসস দেশ-৫০
প্রশিক্ষণার্থী – মতবিনিময়
প্রশিক্ষণার্থীদের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময়
ঢাকা, ১১ এপ্রিল, ২০২১ (বাসস) : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স-’২১ (এএফডব্লিউসি) অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ভার্চ্যুয়ালি এক সভা আজ রাজধানীর শেরেবাংলানগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় পরিদর্শনের পরিবর্তে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অফিসার, কোর্স মেম্বার এবং স্টাফ অফিসাররা অনলাইনে এ সভায় সংযুক্ত ছিলেন।
সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ওপর একটি ডকুমেন্টারী উপস্থাপন করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়।
প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তারা।
সভাপতির বক্তৃতায় ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকার আধুনিক, উন্নততর ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর।
তিনি কোর্সে অংশগ্রহণকারী প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রমেরও প্রশংসা করেন।
বাসস/আইএসপিআর/জেডআরএম/২০৩০/এএএ