বাসস দেশ-৪৯ : সুনামগঞ্জে ৫০ হাজার টাকা করে ২৭৪ জনকে সরকারের চিকিৎসা সহায়তা প্রদান

121

বাসস দেশ-৪৯
সুনামগঞ্জ- চিকিৎসা সহায়তা
সুনামগঞ্জে ৫০ হাজার টাকা করে ২৭৪ জনকে সরকারের চিকিৎসা সহায়তা প্রদান
সিলেট, ১১ এপ্রিল, ২০২১ (বাসস) : সুনামগঞ্জে ৫০ হাজার টাকা করে মোট ২৭৪ জন অসহায় মুমুর্ষ রোগী পেয়েছেন সরকারের চিকিৎসা সহায়তা।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ২৭৪ জনের মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৪৭ লাখ টাকা বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘অবিশ্বাস্য ব্যাপার, আমাদের সরকারের শক্তি বাড়ছে। সরকার মানুষকে এখন সবধরনের সহায়তা দিতে পারছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ ও জনকল্যাণে অঙ্গীকার নিয়ে কাজ করছে।’
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বর্তমান করোনার সময়ে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি, কখন কি হবে বলতে পারছি না। প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে। উন্নত অনেক দেশও করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। আমাদের সম্পদ কম, সেটা দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করছি। সবার সহযোগিতায় করোনার দ্বিতীয় ধাক্কা আমাদের মোকাবেলা করতে হবে।’
সরকারের নির্দেশনানুযায়ি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে চলাফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাাকুন, লোকসমাগম এড়িয়ে চলুন, সকলের সচেতনতাই আমরা এ যুদ্ধে জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সুচিত্রা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীসহ বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা।
বাসস/সংবাদদাতা/২০১৪/এএএ