বাসস দেশ-৪৩ : বিএসএমএমইউয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

102

বাসস দেশ-৪৩
বঙ্গবন্ধু-ক্রিকেট
বিএসএমএমইউয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঢাকা, ১১এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন আয়োজিত ফাইনাল খেলা আজ রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউয়ের লাল সবুজ (পরিচালক হাসপাতাল অফিস) একাদশ বনাম ফাইনান্স (পরিচালক ও অর্থ হিসাব অফিস) একাদশ এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
উপাচার্য বলেন,বঙ্গবন্ধুর পরিবার ক্রীড়ানুরাগী। তিনি নিজেই খেলাধুলাকে ভালোবাসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে ভালোবাসেন। শেখ কামাল এবং শেখ জামালের নামে ক্লাব রয়েছে। ছোট ছেলে শেখ রাসেলের নামে ক্রীড়া সংগঠন রয়েছে।
বাসস/সবি/এসএস/১৯২৬/কেকে