মার্কিন অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরান

246

দ্য হেগ (নেদারল্যান্ড), ২৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ইরানের ওপর নতুন করে মার্কিন অবরোধ আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনগভাবে লড়াইয়ে নেমেছে দেশটি।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) জুলাইয়ের শেষে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে। সোমবার নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আইসিজেতে যুক্তিতর্কে অংশ নিচ্ছে ইরান। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমানু চুক্তি স্বাক্ষরের পর দেশটির ওপর আরোপিত অবরোধ শিথিল করে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি বাতিল করে ইরানের ওপর আবারো কঠোর অবরোধ আরোপ করে। নভেম্বরের প্রথমদিকে দ্বিতীয়বারের মত আরোপিত এ অবরোধ কার্যকর হতে যাচ্ছে। আর এ অবরোধের লক্ষ্য ইরানের তেল সম্পদ ও জ্বালানী খাত।
আইসিজেতে মামলাটি দায়েরের সময় তেহরান বিচারকদের প্রতি অবিলম্বে অবরোধ তুলে নিতে নির্দেশ দেয়ার আহ্বান জানায়।
এছাড়া যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার নেই উল্লেখ করে তেহরান এর জন্য ক্ষতিপূরণও দাবি করে।