বাসস ক্রীড়া-১২ : হ্যাজেলউডের পরিবর্তে বেহরেনডর্ফ

103

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-আইপিএল
হ্যাজেলউডের পরিবর্তে বেহরেনডর্ফ
চেন্নাই, ১০ এপ্রিল, ২০২১ (বাসস) : জশ হ্যাজেলউডের পরিবর্তে অস্ট্রেলিয়ার আরেক পেসার জেসন বেহরেনডর্ফকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ের হয়ে খেলার কথা ছিলো হ্যাজেলউডের। কিন্তু সম্প্রতি আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। কারন হিসেবে হ্যাজেলউড জানিয়েছিলেন, ‘১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে কোয়ারেন্টাইনেও। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকবো, পরিবারের সাথে সময় কাটাতে চাই।’
তিনি আরও বলেছিলেন, ‘সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ভারতে টি-২০ বিশ্বকাপ রয়েছে, এরপর অ্যাশেজ সিরিজও রয়েছে। আগামী ১২ মাস লম্বা সূচি। তাই বিশ্বকাপ ও অ্যাশেজের কথা চিন্তা করেই আইপিএল না খেলার সিদ্বান্ত নিয়েছি।’
হ্যাজেলউড সড়ে দাঁড়ানোয় তার বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান বিলি স্টানলেক ও ইংল্যান্ডের ক্রিকেটার রিস টপলিকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আইপিএল খেলতে রাজি হননি তারা। তাই বেহরেনডর্ফকে দলে নিল চেন্নাই।
১১টি ওয়ানডে ম্যাচে ১৬টি ও ৭টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি পেসার বেহরেনডর্ফ।
বাসস/এএমটি/১৬৩৫/স্বব