বাসস ক্রীড়া-১০ : সূচি জটিলতায় হচ্ছে না আয়ারল্যান্ড-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজ

85

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজ
সূচি জটিলতায় হচ্ছে না আয়ারল্যান্ড-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজ
ডাবলিন, ১০ এপ্রিল, ২০২১ (বাসস) : সূচি জটিলতার কারনে আয়ারল্যান্ড-পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আগামী জুনে অনুষ্ঠিত হবার কথা ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওর্থ। তিনি বলেন, ‘আমাদের সাথে দু’টি মাঠের চুক্তি হয়েছিল। কিন্তু ইসিবি জানিয়েছে , ইংল্যান্ডে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ আছে । জৈব-সুরক্ষা বলয় ও কোভিড প্রোটোকলের মধ্যে লজিস্টিকের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে আরও দু’টি দেশকে আনা তাদের জন্য বাড়তি চাপ।’
তিনি আরও বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের বছরে এটা খুবই হতাশার। তবে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি আছে আমাদের। আমরা ভবিষ্যতে কোন এক সময়ে পাকিস্তানের সিরিজটি পুনরায় করার চেষ্টা করবো।’
২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হবার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেটি সঠিক সময়ে হতে পারেনি। পরবর্তীতে দু’বোর্ডের সিদ্বান্তে তা আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবার সিদ্বান্ত নেয়া হয়। কিন্তু আরও একবার সিরিজটি পিছিয়ে গেল।
শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজই নয়, ৮ মাস আগেই শ্রীলংকা সফরও স্থগিত করে দিলো আয়ারল্যান্ড।
বাসস/এএমটি/১৬১০/স্বব