বাসস দেশ-২১ : হাসান শাহরিয়ারের মৃত্যুতে বাসস ব্যবস্থাপনা পরিচালকের শোক

101

বাসস দেশ-২১
আরেফিন-শোক
হাসান শাহরিয়ারের মৃত্যুতে বাসস ব্যবস্থাপনা পরিচালকের শোক
ঢাকা, ১০ এপ্রিল, ২০২১ (বাসস) : প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।
আজ এক শোক বার্তায় তিনি হাসান শাহরিয়ারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বাসস/এমএসএইচ/১৫০৫/এমএবি