বাসস ক্রীড়া-৫ : করোনায় আক্রান্ত হয়ে ইতালিয়ান কোচ ডি রোসি হাসপাতালে

82

বাসস ক্রীড়া-৫
ফুটবল-করোনা
করোনায় আক্রান্ত হয়ে ইতালিয়ান কোচ ডি রোসি হাসপাতালে
রোম, ১০ এপ্রিল ২০২১ (বাসস) : সাবেক ইতালিয়ান অধিনায়ক ও জাতীয় দলের টেকনিক্যাল কোচ ড্যানিয়েল ডি রোসি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জাতীয় দল সূত্র নিশ্চিত করেছে। গত মাসে বিশ^কাপ বাছাইপর্ব শেষে ইতালিয়ান জাতীয় দলে করোনা হানা দেয়।
এএস রোমার সাবেক এই মিডফিল্ডার আজ্জুরিদের হয়ে চতুর্থ সর্বোচ্চ ১১৭টি ম্যাচ খেলেছেন। দলের আরো তিন কোচিং স্টাফ ও বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে ডি রোসিও করোনায় আক্রান্ত হলেন। স্কাই স্পোর্টস জানিয়েছে সাবধানতার জন্য ৩৭ বছর বয়সী ডি রোসি রোমান ইন্সটিটিউট ফর ইনফেকশন ডিসিসে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন।
ইতোমধ্যেই জাতীয় দলে করোনায় আক্রান্ত হওয়া খেলোয়াড়রা হলেন ফেডেরিকো বার্নারডেশী, লিওনার্দো বনুচ্চি, এ্যালেসিও ক্রাগনো, ভিনসেনজো গ্রিফো, আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি, মার্কো ভেরাত্তি, মাত্তেও পেসিনা ও সালভাতোরে সিরিগু।
জানুয়ারিতে ১৮ বছর খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে সংক্ষিপ্ত সময়ের জন্য যোগ দিয়েছিলেন। এরপর গত মাসে কোন রবার্তো মানচিনির কোচিং স্টাফ দলে যোগ দেন।
বাসস/নীহা/১৪১০/স্বব