বাসস দেশ-১১ : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহাম্মদ আর নেই

103

বাসস দেশ-১১
রফিক আহাম্মদ-মৃত্যু
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহাম্মদ আর নেই
ঢাকা, ১০ এপ্রিল, ২০২১ (বাসস) : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —-রাজিউন)।
তিনি আজ ভোরে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রফিক আহাম্মদের মৃতুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত রফিক আহাম্মদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ২০১৯ সালের ২২ মে যোগদানের আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কর্মার্শিয়াল কাউন্সিলর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/এমএএস/১৩৩৫/-আসাচৌ