জেএ্যান্ডজে ভ্যাকসিন ও রক্ত জমাটের মধ্যে এখন পর্যন্ত ‘কারণিক’ কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি : মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ

258

ওয়াশিংটন, ১০ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা জনসন এ্যান্ড জনসনের কোভিড টিকা এবং রক্ত জমাট বাঁধার মধ্যে এখন পর্যন্ত কোন ধরনের যোগসূত্র খুঁজে পায়নি। তবে ইইউ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের মধ্যে এর সম্ভাব্য নজির থাকার প্রমাণ পেয়েছে। খবর এএফপি’র।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এক বিবৃতিতে বলা হয়, ‘এখন পর্যন্ত আমরা টিকা দেয়ার সাথে রক্ত জমাট বাঁধার কারণিক কোন সম্পর্ক খুঁজে পাইনি। আমরা এসব ক্ষেত্রে আমাদের তদন্ত এবং মূল্যায়ন অব্যাহত রেখেছি।’
এ নিয়ন্ত্রক সংস্থা জানায়, জেএ্যান্ডজে’র ভ্যাকসিন নেয়ার পর রক্ত জমাট এবং এর প্লাটিলেট কমে যাওয়ার সমস্যায় পড়া যুক্তরাষ্ট্রের ‘কতিপয় ব্যক্তির’ ব্যাপারে তারা সজাগ রয়েছে।
এফডিএ জানায়, ‘উভয় সমস্য বিভিন্ন কারণে হতে পারে।’
এ ব্যাপারে ‘আমাদের আরো জানার অংশ হিসেবে আমরা সরকারি হালনাগাদ তথ্য তুলে ধরবো।’
এদিকে ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) এক বিবৃতিতে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে চারজনের রক্তে জমাট বাঁধাসহ এর প্লাটিলেট কমে যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন মারা গেছে।