বাসস দেশ-৩২ : কক্সবাজারে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

82

বাসস দেশ-৩২
বিজিবি-ইয়াবা উদ্ধার
কক্সবাজারে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার
ঢাকা, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রতœাপালং ইউপির চাকবৈঠা চিকনপাতার বাগান থেকে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের রেজুপাড়া বিওপি’র সদস্যরা বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইয়াবা বিক্রেতারা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস টহলদল সেখানে অবস্থান নেয়। এ সময় ৮ থেকে ১০ জন চোরাকারবারী সীমান্ত পার হয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমায় পালিয়ে যায়। চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি। যার অনুমানিক বাজার ১২ কোটি টাকা।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৯১৫/অমি