বাসস দেশ-৩১ : বুড়িগঙ্গায় দু’টন জাটকা ইলিশ উদ্ধার, একজনের কারাদন্ড

82

বাসস দেশ-৩১
জাটকা-আটক
বুড়িগঙ্গায় দু’টন জাটকা ইলিশ উদ্ধার, একজনের কারাদন্ড
ঢাকা, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : বুড়িগঙ্গা থেকে প্রায় দু’টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। জাটকা বিক্রয়, বাজারজাতকরণ ও সংরক্ষণের দায়ে একজনকে কারাদন্ড এবং অপরজনকে জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্য জনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বুড়িগঙ্গা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব-১০) এর (অধিনায়ক) এডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর চকবাজার থানার বুড়িগঙ্গা নদীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১০।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা মূল্যের প্রায় ২ টন জাটকা জব্দ করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০৫/এএএ