বাসস দেশ-২৯ : দিনাজপুরে মাস্ক বিহীন ৬৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

82

বাসস দেশ-২৯
ভ্রাম্যমাণ-আদালত
দিনাজপুরে মাস্ক বিহীন ৬৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দিনাজপুর, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় লকডাউন কর্মসূচির চতুর্থ দিনে ৬৩ জন নাগরিককে মাস্ক বিহীন অবস্থায় চলাফেরা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। এ সময় সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক ইকবাল জানান, আজ করোনা মহামারী সর্তকতায় সরকার ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৪টি উপজেলায় ৬৩ জনকে ৫০০ টাকা করে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, আজ সকালে দিনাজপুর শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতলতা বম্মন, আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ ও ইসরাত জাহান ইতির নেতৃত্বে অভিযান চালিয়ে ৩১ জনকে মাস্ক বিহীন অবস্থায় চলাফেরার অভিযোগে ৫ টাকা করে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে একই অপরাধে ১৩ জনক ৫০০ টাকা করে সাড়ে ৬ হাজার টাকা এবং হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ জনকে ৫০০ টাকা করে ৬ হাজার টাকা ও পাবর্তীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিম আহম্মেদের নেতৃত্বে ৭ জনকে ৫০০ টাকা করে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৯/কেজিএ