বাসস ক্রীড়া-২০ : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: ভলিবলে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও আনসার

105

বাসস ক্রীড়া-২০
গেমস-ভলিবল
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: ভলিবলে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও আনসার
ঢাকা, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভলিবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ভিডিপি।
বৃহস্পতিবার (৮এপ্রিল)বিকেলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের বাংলাদেশ বিমান বাহিনীকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিভাগের স্থান নির্ধারনী ম্যাচে তিতাস ক্লাব ৩-১ সেটে পঞ্চগড় জেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক লাভ করে। মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ আনসার ভিডিপি। এ বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করে খুলনা জেলা দল। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খুলনা জেলা দল ৩-১ সেটে হারায় নড়াইল জেলা দলকে।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ৫ এপ্রিল প্রতিযোগিতা শুরু হয়। ১৩ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।
বাসস/স্বব/১৮৫০/স্বব