বাসস ক্রীড়া-১৭ : জুডোর দ্বিতীয় দিনেও আনসারের দাপট

121

বাসস ক্রীড়া-১৭
বঙ্গবন্ধু-গেমস- জুডো
জুডোর দ্বিতীয় দিনেও আনসারের দাপট
ঢাকা, ৮ এপ্রিল ২০২১ (বাসস): বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের জুডো ইভেন্টের দ্বিতীয় দিনও ধারাবাকিতা ধরে রাখল বাংলাদেশ আনসার। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩টি ওজন শ্রেণির মধ্যে দুটির স্বর্ণপদকই জিতেছে তারা।
পুরুষ অনূর্ধ্ব-৬৬ ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. সাদ্দাম হোসেন। রৌপ্যপদক জিতেছেন বিকেএসপির খালেদুল হাসান মিলু। যৌথভাবে ব্রোঞ্জপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. সগীর হোসাইন ও বাংলাদেশ আনসারের তন্ময় আলী।
মহিলা অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের তাবাস্সুম তমা জেরিন। ভিডিপির উক্রুহ মারমা জেতেন রৌপ্যপদক। যৌথভাবে ব্রোঞ্জপদক লাভ করেন রাজশাহী বিভাগের মোছা. তাসলিমা পারভীন কাকলি ও বরিশাল বিভাগের মনিয়া হাসান স্মৃতি।
মহিলা অনূর্ধ্ব-৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের সিংমা প্রু মারমা। ভিডিপির মাসিনু মারমা রৌপ্যপদক এবং যৌথভাবে ব্রোঞ্জবদক লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি রানী হালদার ও বরিশাল বিভাগের মোছা. সুমাইয়া আক্তার।
গতকাল শুরু হওয়া জুডো প্রতিযোগিতার দুদিনে মোট ৭টি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শেষ দিন আগামিকাল ৯ এপ্রিল ৩টি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাসস/এএসজি/এমএইচসি/১৮২৫/স্বব