বাসস দেশ-২০ : অধ্যাপক গালিব আহসানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

185

বাসস দেশ-২০
জাতীয় বিশ্ববিদ্যালয়-গালিব
অধ্যাপক গালিব আহসানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক
ঢাকা, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. গালিব আহসান খানের মৃত্যুতে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, অধ্যাপক গালিব আহসানের নৈতিকতা শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। গুণী এই শিক্ষকের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ দর্শন শাস্ত্রের একজন প-িত ব্যক্তিকে হারালো। তার মতো নীতিবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষকের মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এসএস/১৬৩৩/এএএ