টি-২০ ইতিহাসে বোলিং-এ সবচেয়ে কম রান দেয়ার রেকর্ড গড়লেন ইরফান

379

ব্রিজটাউন, ২৬ আগস্ট ২০১৮ (বাসস) : টি-২০ ক্রিকেট ইতিহাসে বল হাতে সবচেয়ে কম রান দেয়ার বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান। গতরাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৪ ওভার বল করে ৩ মেডেনে ১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। টি-২০ ক্রিকেটে ৪ ওভার বোলিং-করে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ড এটি। তার ওমন দুর্দান্ত বোলিং নেপুণ্যের পরও মাহমুদুল্লাহ রিয়াদের সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়সের কাছে ৬ উইকেটে হেরেছে ইরফানের বার্বাডোজ ট্রাইডেন্টস। তবে ম্যাচ সেরা হয়েছেন ইরফান।
ম্যাচ টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মাহমুদুল্লাহ’র সেন্ট কিটস এন্ড নেভিস। ব্যাটিং-এ নেমে ইরফানের দল ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৩৫ বল মোকাবেলা করে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। এবার বল করার সুযোগ পাননি আগের ম্যাচে ২০ রানে ২ উইকেট নেয়া মাহমুদুল্লাহ।
জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইরফানের বোলিং তোপে পড়ে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়স। দু’ওপেনারকে দ্রুতই ফিরিয়েছেন ইরফান। অধিনায়ক ক্রিস গেইল শুন্য ও এভিন লুইস ১ রান করে ফিরেন। নিজের করা প্রথম ৩ ওভারে কোন রান দেননি ইরফান। এমনকি নিজের চতুর্থ ওভারের প্রথম পাঁচ ডেলিভারিতেও রান দেননি তিনি। তবে ওই ওভারের শেষ বলে ১ রান দেন ইরফান। ফলে ৪ ওভার শেষে ১ রানে ২ উইকেট নিয়ে রেকর্ড গড়েন এই বাঁ-হাতি পেসার।
ইরফানের দুর্দান্ত কীর্তির পর ব্রেন্ডন কিং-এর ৬০ রানের সুবাদে ৭ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়স। এ ম্যাচেও ব্যাট হাতে নামতে পারেননি মাহমুদুল্লাহ।
৪ ওভার বল করে আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে সেরা বোলিং ফিগার আগে ছিলো হংকং-এর আইজাজ খানের। ২০১৪ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ৪ রান দিয়ে ২ উইকেট নেন আইজাজ।