মিডলসব্রোতে ইউরোর অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড

237

লন্ডন, ৮ এপ্রিল ২০২১ (বাসস) : অস্ট্রিয়া ও রোমানিয়ার বিপক্ষে মিডলসব্রোর রিভারসাইড স্টেডিয়ামে প্রাক-ইউরো ২০২০ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দেশটির ফুটবল এসোসিয়েশন বুধবার এই ঘোষনা দিয়ছে।
এফএ জানিয়ছেন কোভিড-১৯ থেকে মুক্ত হতেই উভয় প্রস্তুতি ম্যাচের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় শহরের ভেন্যুটিকে বেছে নেয়া হয়েছে।
ইংল্যান্ড জাতীয় দলের বর্তমান ম্যানেজার গ্যারেথ সাউথগেট ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেবার আগে এই মিডলসব্রোর খেলোয়াড় ও ম্যানেজারও ছিলেন। এরপর ২০১৬ সালে তিনি জাতীয় দলের দায়িত্ব পান।
ইউরো ২০২০’এ ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো লন্ডনের ওয়েম্বলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠেই টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০০৩ সালে স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড সর্বশেষ রিভারসাইড স্টেডিয়ামে খেলেছিল। এছাড়া ১৯০৫ ও ১৯৩৭ সালে এই ভেন্যুটি মিডলসব্রোর সাবেক গোম গ্রাউন্ড অরেসাম পার্ক নামে পরিচিত ছিল।