বাসস দেশ-৫ : জয়পুরহাটে ৩৪ হাজার মিটার কাঁচা রাস্তার টেকসই উন্নয়ন

86

বাসস দেশ-৫
কাঁচা রাস্তা
জয়পুরহাটে ৩৪ হাজার মিটার কাঁচা রাস্তার টেকসই উন্নয়ন
জয়পুরহাট, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) ঃ জেলায় গত তিন অর্থ বছরে ১৬ কোটি ৪৬ লাখ ২ হাজার ৫৪ টাকা ব্যয়ে ৩২টি প্রকল্পের অধীন ৩৪ হাজার ৫শ মিটার কাঁচা রাস্তার টেকসই উন্নয়ন করা হয়েছে। এতে প্রায় অর্ধ লক্ষ সাধারণ মানুষ পেয়েছে উন্নত পরিবেশে চলাচলের সুবিধা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্র বাসস’কে জানায়, গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে বোন বন্ড এইচবিবি করণ কর্মসূিচর আওতায় ৩২ টি প্রকল্পের অধীন ৩৪ হাজার ৫শ মিটার কাঁচা রাস্তার টেকসই উন্নয়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৬ কোটি ৪৬ লাখ ২ হাজার ৫৪ টাকা। এতে জেলার প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ পরিবেশে বসবাস করা প্রায় অর্ধ লক্ষাধিক সাধারণ মানুষ পেয়েছে উন্নত পরিবেশে চলাচলের সুবিধা। অর্থবছর ভিত্তিক বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ২০১৭-১৮ অর্থবছরে ১০টি প্রকল্পের অধীন ১১ হাজার মিটার কাঁচা রাস্তা এইচবিবি করণের মাধ্যমে টেকসই উন্নয়ন করা হয়। এতে ব্যয় হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৬৪ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৫ টি প্রকল্পের অধীন ৫ হাজার ৫শ মিটার কাঁচা রাস্তা এইচবিবি করণের মাধ্যমে টেকসই উন্নয়ন করা হয়। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৪৯০ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১৭টি প্রকল্পের অধীন ১৮ হাজার মিটার কাঁচা রাস্তা এইচবিবি করণের মাধ্যমে টেকসই উন্নয়ন করা হয়। এতে ব্যয় হয়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ২০৪১ সালের ভিশন অনুযায়ী উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। সেই মিশন বাস্তবায়নে কাজ করছে সরকারের সকল বিভাগ। কোন রাস্ত কাঁচা থাকবেনা নির্বাচনী এমন অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/নূসী