বাসস ক্রীড়া-৩ : অষ্টম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত আটালান্টার পেসিনা

113

বাসস ক্রীড়া-৩
ফুটবল-করোনা
অষ্টম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত আটালান্টার পেসিনা
তুরিন, ৮ এপ্রিল ২০২১ (বাসস) : আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে অষ্টম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আটালান্টা মিডফিল্ডার মাত্তেও পেসিনা।
আটালান্টা বুধবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন পেসিনার দেহে কোন ধরনের উপস্বর্গ নেই, ইতোমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে ইতালিয়ান সকার ফেডারেশন ঘোষনা দিয়েছিল আন্তর্জাতিক বিরতিতে আজ্জুরিদের চারজন কোচিং স্টাফ করোনায়া আক্রান্ত হয়েছে। একদিন পরেই জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চির করোনা পজিটিভের খবর আসে। বিশ^কাপ বাছাইপর্ব শেষে তুরিনে ফিরে আসার পরপরই বনুচ্চি করোনা পজিটিভ হয়েছেন। এরপর একে একে ফেডেরিকো বার্নারডেশী, আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি, মার্কো ভেরাত্তি, সালভাতোরে সিরিগু, ভিনসেনজো গ্রিফো ও এ্যালেসিও ক্রাগনোর দেহে করোনা সংক্রমনের অস্বিত্ব পাওয়া গেছে।
বাসস/নীহা/১২১৫/স্বব