বাসস ক্রীড়া-১ : ম্যানচেস্টার সিটির সাথে ২০২৫ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন ডি ব্রুইনা

117

বাসস ক্রীড়া-১
ফুটবল-চুক্তি
ম্যানচেস্টার সিটির সাথে ২০২৫ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন ডি ব্রুইনা
লন্ডন, ৮ এপ্রিল ২০২১ (বাসস) : আরো দুই বছরের জন্য ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তিনি সিটিজেনদের সাথেই থাকছেন। ক্লাব সূত্র বুধবার এই ঘোষনা দিয়েছে।
বেলজিয়ান এই তারকা মিডফিল্ডারের সাথে সিটিজেনদের বর্তমান চুক্তি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ছিল। চুক্তির নবায়ানের ফলে ইতিহাদ স্টেডিয়ামের সাথে ড ব্রুইনার সম্পর্ক আরো দীর্ঘায়িত হলো।
২০১৫ সালে উল্ফসবার্গ থেকে সিটিতে যোগ দেবার পর থেকেই ডি ব্রুইনা প্রতিদিনই নিজেদের পরিনত করেছেন। এই ক্লাবের হয়ে তিনি সাতটি বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। প্রথমবারের মত সিটি কোয়াড্রেপল জয়ের স্বপ্নে দারুনভাবে এগিয়ে চলেছে। আর তা যদি সত্যি হয় তবে সিটির জার্সি গায়ে ডি ব্রুইনার শিরোপার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১।
নতুন চুক্তি প্রসঙ্গে ডি ব্রুইনা বলেছেন, ‘এখানে খেলতে না পারলে আমি মোটেই খুশী হতাম না। ২০১৫ সালে এই ক্লাবে যোগ দেবার পর থেকে মনে হয়েছে আমি বাড়িতেই আছি। আমার পরিবারও এখানে দারুনভাবে মানিয়ে নিয়েছে। সিটির সমর্থকদেরও আমি অনেক পছন্দ করি। এখানে এসে আমার খেলারও অনেক উন্নতি হয়েছে। এই ফুটবল ক্লাবটির জন্মই হয়েছে সাফল্য অর্জনের জন্য। পারফরমেন্সের উন্নতিতে ক্লাবটি আমাকে সবকিছুর প্রস্তাব দিয়েছে। সে কারনেই নতুন করে চুক্তি স্বাক্ষর করার বিষয়টি আমার সরাসরি সিদ্ধান্ত ছিল। আমি এখানে ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছি। আশা করছি সিটিকে আরো কিছু দেবার বাকি আছে।’
ডি ব্রুইনা জানিয়েছেন তার এবং সিটি বস পেপ গার্দিওলার ফুটবল আদর্শ একই। ডি ব্রুইনা বলেন, ‘আমাদের লক্ষ্য ও আদর্শ যেহেতু একই, সে কারনেই কোচের সাথে এই ধরনের সম্পর্ক রক্ষা করে চলাটা দারুন গুরুত্বপূর্ণ। আমরা দুজনই ক্লাবের কাছ থেকে একই পারফরমেন্স আশা করি।’
সিটির ফুটবল ডাইরেক্টর টাক্সিকি বেজিরিস্টেইন ডি ব্রুইনার প্রশংসা করে বলেছেন বিশ^ ফুটবলের অন্যতম সেরা তারকা তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘সিটিতে আসার পর থেকে তার পারফরমেন্স অস্বাভাবিক রকমের ধারাবাহিক ছিল। গত কয়েক মৌসুমে সে নিজেকে এতটাই পরিনত করে তুলেছে যে অনায়াসেই এলিট খেলোয়াড়ের তালিকায় তার নাম চলে আসতে বাধ্য। তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই।’
বাসস/নীহা/১২১৫/স্বব