সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে তথ্য অধিকার নিশ্চিত করতে হবে : প্রধান তথ্য কমিশনার

197

হবিগঞ্জ, ২৬ আগস্ট, ২০১৮ (বাসস) : বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান কমিশনার গোলাম মরতুজা আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এই তথ্য অধিকার নিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করায় জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছে।
রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ ও পরীক্ষণ জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।