বাসস দেশ-৪৭ : লালমনিরহাটে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা

99

বাসস দেশ-৪৭
কোচিং সেন্টার- জরিমানা
লালমনিরহাটে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা
লালমনিরহাট, ৭ এপ্রিল ২০২১ (বাসস) : জেলায় আজ আদিতমারী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে একটি কোচিং সেন্টার চালু রাখায় প্রতিষ্ঠানটির মালিকসহ চারব্যক্তিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন এ জরিমানা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিটিসি কোম্পানী মোড়ে অবস্থিত ভিলেজ কোচিং সেন্টারটি চালু রেখে কার্যক্রম অব্যহত রাখছিলেন সেটির মালিকসহ সংশ্লিষ্টরা।খবর পেয়ে আজ ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়।
অভিযানকালে কোচিং সেন্টারটির মালিক নুরুন নবী হুদাকে ১০হাজার টাকা এবং কোচিংয়ে জড়িত তিনজন শিক্ষককে জনপ্রতি দুইহাজার টাকা করে ছয়হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২৫/এমকে