বাসস দেশ-৪৫ : দিনাজপুরের হাকিমপুরে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ ১৫ হাজার টাকা জরিমানা

86

বাসস দেশ-৪৫
দিনাজপুর- জরিমানা
দিনাজপুরের হাকিমপুরে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ ১৫ হাজার টাকা জরিমানা
দিনাজপুর, ৭ এপ্রিল ২০২১ (বাসস): জেলায় আজ হাকিমপুর উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযানকালে পুরানো মূল্যতালিকা প্রদর্শণ, ব্যবসায় অসাধুতা ও অধিকমূল্যে ওষুধ বিক্রির দায়ে দশটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট একলাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ বুধবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাকিমপুর উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, অভিযানকালে হিলি বাজারে পুরানো মূল্যতালিকা রাখার দায়ে পাঁচটি ওষুধের দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে দেয়া ‘বিনামূল্যের ওষুধ’ রেখে বিক্রয় করার দায়ে ৩টি ওষুদের দোকান- সরকার ফার্মেসি, রয়েল ফার্মেসি ও রাজু ফার্মেসিকে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হফেছে।
তিনি আরও জানান, হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে নিম্নমানে খাবার তৈরির অভিযোগে কালাম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে দিনাজপুরস্থ র‌্যাব-১৩ ক্যাম্প-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪০/এমকে